দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহামারি করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন মহানগর যুবদলের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতের আধারে ঘরে ঘরে গিয়ে ৪’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস।
এ সময় মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন, করোনাভাইরাসের এমন দুর্যোগময় মুহূর্তে জনগণের ঘরে থাকা জরুরি। এখানকার খেটে খাওয়া মানুষ সাধারণ ছুটিতে খুব কষ্টে আছেন। তারা খাবারের সংকটে আছেন।বিএনপি’র চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের নির্দেশনায় আমি আমার সাধ্যমতো এগিয়ে এসেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষদের মাঝে আমি এই ত্রান সামগ্রী বিতরণ করেছি।
তিনি আরো বলেন,মানুষের এমন বিপদের দিনে আমি ঘরে বসে থাকতে পারি না। তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভয় করবেন না। ভয় মানুষের মনোবল ও রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ঘরে থাকুন। খাবারের অভাব হবে না। প্রয়োজনে পৌঁছে যাবে। আর আমি আমার সাধ্যমতো ত্রান নয় তাদের কিছু সামান্য উপ হার দিয়েছি।
ত্রান বিতরণে তার সাথে উপস্থিত ছিলেন যুবদল নেতা জাকির হোসেন সেন্টু, যুবদল নেতা মো.মোতালেব প্রমুখ