দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রূপগঞ্জে ৫৫ বছরের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আলম মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১ এপ্রিল ওই নারীর শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ওই নারীর নমুনা পরীক্ষা করা হয়। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারী করোনায় আক্রান্ত বলে জানায়। ওই নারী বর্তমানে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ১ ওয়ার্ডে এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসন ওই নারীর বাড়িতে গিয়ে পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক দূর করতে গোলাকান্দাইল ১ নং ওয়ার্ডটি পুরো লকডাউন করে দেয়া হয়েছে।