দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় গণপরিবহন শ্রমিকরা ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েকশ বিক্ষুব্ধ শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শ্রমিকদের অভিযোগ, তারা সবাই নারায়ণগঞ্জ জেলার ও এর আশপাশের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা বেকার থাকলেও কোন ত্রাণসহায়তা পাচ্ছেন না। এতে তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে। এ পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
তাদের দাবি, ত্রাণ দেয়ার কথা বলে এক সপ্তাহ আগে ভোটার আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নেয়া হয়েছিল। কিন্তু ত্রাণ না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। ত্রাণ দেয়া না হলে গণপরিবহন চালুর দাবি জানান তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, ত্রাণের দাবিতে শ্রমিকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছিল। তারা দাবি করেছে, কোনো ত্রাণ পায়নি। তাই তারা কাজে ফিরতে চায়।
পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।