দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নাসিক ১২নং ওয়ার্ডে যে সকল মানুষ সরকারী ত্রান থেকে বঞ্চিত হয়েছেন সে সকল অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাড়ালেন এলাকার সমাজসেবক হাজী আনিসুর রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাজী আনিসুর রহমানের ব্যক্তি উদ্যোগে ঐ সকল মানুষের বাড়িতে গিয়ে ত্রান সামগ্রী বিতরন করেন তার ছেলে মাহির আবরার।
এ সময় যারা সিটি কর্পোরেশনের বরাদ্দ দেয়া সরকারী ত্রান পায়নি সে সকল অসহায় মানুষের তালিকা তৈরি করে। রাতের আধা্রে ঘরে ঘরে গিয়ে তাদের খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরন কালে মহামারি করোনাভাইরাসের হাত থেকে রক্ষার্থে তাদেরকে সচেতন করেন।
এ ত্রান সামগ্রী বিতরনে সার্বিক সহযোগীতা করেন চাঁনমাড়ী বন্ধু মহলের মানিক বেপারী, রনি, সুমন, ইমদিাদুল হক, আনার হোসেন, খোকন, খায়ের খাঁন সহ ঐ এলাকার সমাজ সেবক সাইফুল ইসলাম বাবু।