দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের উদ্যোগে বন্দর থানাধীন নবীগঞ্জ দরগাঁ এলাকায় ৫শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
শুক্রবার (১ মে)সকাল ১০ টায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার নেতৃত্বে সামাজিক দুরুত্ব বজায় রেখে অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
বিতরন কালে আবুল কাউছার আশা বলেন, সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম সব সময় মানুষের সেবা করার চেষ্টা করেন। সেটা আপনারা সবাই জানেন। মহামারি করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ গুলোর জন্য তার চেষ্টা অব্যহত আছে এবং ভবিষ্যত্বেও থাকবে।
তিনি শারিরীক অসুস্থতার কারনে আপনাদের মাঝে উপস্থিত হতে পারেন না। কিন্তু সব সময় আপানাদের নিয়ে চিন্তা করেন। ইতিমধ্যে সেটার প্রমান আপনারা পেয়েছেন। আমি তার পক্ষ থেকে আপনাদের কাছে উপস্থিত হই আপনাদের দু:খের সাথী হওয়ার চেষ্টা করছি। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনারা এ্যাড. আবুল কালামের জন্য দোয়া করবেন যাতে করে তিনি অতিদ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে।
আপনাদের জন্য এ্যাড. আবুল কালাম সব সময় কিছু না কিছু করার চেষ্টা করেন।তার ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের কিছুটা হলেও দু:খ লাগব হবে। এটাই সবচেয়ে বড় পাওয়া।
তিনি আরও বলেন, আমি সব সময় সমাজের বিত্তবানদের আহবান করি এবং এখনও করবো কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ গুলোর পাশে দাড়ান। আমার আহবানে যারা সাড়া দিয়ে অসহায় মানুষ গুলোর পাশে দাড়িয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা পাশে দাড়াবার জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে স্বাগত জানাই। দেশের এই দু:সময়ে কোন রাজনীতি নয়, অসহায় মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুন।