দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ২ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে জেলা মোট আক্রান্ত হয়েছে ১৬৩১ জন এবং মৃত্যুবরণ করেছে ৬৩ জন। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে মোট ৪২১ জন।
রোববার (১৭ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানায়।
জেলা সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৮০১ জন, সদর উপজেলায় ৫২৬, বন্দর উপজেলায় ৩৯, আড়াইহাজারে ৫৩, সোনারগাঁয়ে ৯২ ও রূপগঞ্জে ১২০ জন রয়েছেন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৪৪ জন, সদরে ১৫, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট ৬৪৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১৯ জনের।
এছাড়া নারায়ণগঞ্জে লকডাউন শিথিল হওয়ার সময় থেকে এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন ৪১৪ জন।