দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ১০ মাসের বকেয়া বেতন চুক্তি ভিত্তিতে না পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে এবং ফতুল্লা থানায় প্যারাডাইজ কেবলসের বিরুদ্ধে প্যারাডাইজ কেবলস্ এর শ্রমিকেরা অভিযোগ দায়ের করে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্যারাডাইজ কেবলস থেকে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি জমা দেয়।
শ্রমিকেরা জানায়,প্যারাডাইজ কেবলসের মালিক ও শ্রমিকদের মধ্যে একটি চুক্তি হয় ইন্ডস্ট্রিয়াল পুলিস ও কল কারখানা অধি- দপ্তরের অনুরোধে আমরা ঈদের আগে ১২ মাসের বেতন বকেয়া থাকা সত্তেও ২ মাসের বেতন মেনে নেয়।চুক্তি মোতাবেক ৩০ এপ্রিল ও ১৪ মে এই দুইটি তারিখে বেতন দেবার কথা কিন্তু মালিক ৩০ এপ্রিল এবং আজ ১৪ মে কোন বেতন দেয়নি।
মালিকপক্ষ এই দুই মাসের বেতন দিচ্ছে না তারপরও নারায়রগঞ্জ পুলিশ ও কল কারখানা অধিদপ্তর মালিকের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।তাই নিজেরা বাধ্য হয়ে আজ রাজপথে নেমেছি।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ঘেরাও করে তার বরাবর একটি স্মারক লিপি জমা দিয়েছি এবং ফতুল্লা থানায় মালিকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি।
তারা আরো জানায়,এই বকেয়া বেতন আমরা না পেলে বেতনের আদায়ের দাবিতে আমরা আবারো রাজপথ ঘেরাও করে কঠোর আন্দোলনে যাবো প্যারাডাইজ কেবলসের শ্রমিকেরা।তখন কারো অনুরোধই মানবে না এই শ্রমিকরা।মরতে হলেও রাজপথে আন্দোলন করেই মরবে আর এর দায় দায়িত্ব নারায়রগঞ্জ পুলিশ,শ্রম প্রতিমন্ত্রী, ও মালিকপক্ষকেই নিতে হবে।