দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সামাজিক দুরত্ব বজায় রেখে দৈনিক আজকের নীরবাংলার’ ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (০৩ মে) নারায়ণগঞ্জ শহরের কালির বাজার কে এফ টাওয়ারে অবস্থিত দৈনিক আজকের নীরবাংলা’র বার্তা ও বানিজ্যিক কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে ইফতার মাহফিলের মাধ্যমে পালিত হয় ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীরবাংলা’র প্রধান সম্পাদক এমজি কিবরিয়া খোকন, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরিফ হাসান চিশতী, বার্তা সম্পাদক কবি কাজী আনিসুল হক হীরা, সহ-সম্পাদক আহম্মদ আলী, আলমগীর কবির, বিশেষ সংবাদদাতা রাকিবুল হাসান রাকিব, নিজস্ব সংবাদদাতা ওয়ারদে রহমান, ফটো সংবাদদাতা জাহাঙ্গীর আলম জনি, আল-আমিন সেন্টু, হারুন, সার্কুলেশন ম্যনেজার মোঃ জামাল হোসেন,
সম্পাদক পুত্র মিরাজউন্নবী মিরাজ সরকার প্রমুখ। ইফতার পুর্বে বিশ্বে করোনা মুক্তির লক্ষ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাহিত্য সম্পাদক মাওলানা কবি তানভির আরেফিন।
উল্লেখ্য, ২০১০ সালের ৩ মে দৈনিক আজকের নীরবাংলা’র যাত্রা শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে বিগত ১০ বছর দৈনিক আজকের নীরবাংলা প্রকাশ হচ্ছে। ইতিমধ্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সত্য সংবাদ প্রকাশ করায় কয়েক বার জেল হাজতে যেতে হয় তাকে।