দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: দিন যতই যাচ্ছে নারায়ণগঞ্জে করোনাভাইরাসের রোগী ততই বৃদ্ধি পাচ্ছে। জেলার সিভিল সার্জনের দেয়া তথ্যমতে গত ২৪ ঘন্টায় ৪৭ জনের দেহে নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত দাড়ালো ১৩২৮ জন। সুস্থ্য হয়েছে ১৩৩ জন। আর মারা গেছে ৫৬ জন।
এদিকে সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে, জেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়। এ পযর্ন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯৯। সুস্থ্য হয়েছে ৮৯ জন।
এছাড়াও নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪৭৫, সুস্থ্য হয়েছে ২৯ জন, বন্দর উপজেলায় ২৯, সুস্থ্য হয়েছে ২ জন, সোনারগাঁ উপজেলায় ৬০, সুস্থ্য হয়েছে ২ জন, রুপগঞ্জ উপজেলায় ৩৬, সুস্থ্য হয়েছে ১জন, আড়াইহাজার উপজেলায় ৩৫, সুস্থ্য হয়েছে ১০ জন।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৩১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।