দ্যা বাংলাএক্সপ্রেস ডটকমঃ করোনা উপসর্গ জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে নিয়ে মারা গেলেন জামালপুর জেলার মাদারগঞ্জের গোলাম মোস্তফা রাঙ্গা (৪৮)। তিনি উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের রুকনাই গ্রামের সরকার বাড়ির নরুল হকের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ ঘটিকায় মাদারগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে তিনি মারা যান।
পরিবারিক সুত্রে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জের মেঘনা ঘাট একটি গার্মেন্টস এ চাকরি করতেন। গত রবিবার (ঈদের আগের দিন) নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন তিনি। এরপর থেকেই জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট উপসর্গ আরো বাড়তে থাকে। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা গোলাম মোস্তফা রাঙ্গা ও তার সহধর্মিণীর নমুনা সংগ্রহ করেন। এরপর ওষুধ আনতে তার স্ত্রীকে একটি ব্যাবস্থাপত্র হাতে দেন। ওষুধ নিয়ে আসার পরই তিনি মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয় জানান, শ্বাসকষ্ট ও সর্দিকাশি ছিল তার, তবে তাদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের কিছুক্ষণ পরেই গোলাম মোস্তফা রাঙ্গা মারা যান।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে লাশ দাফনের জন্য স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণ প্রাপ্ত লোকজনকে প্রেরণ করেন এবং তারা স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করেন। তিনি করোনায় আক্রান্ত কি না, তার রিপোর্ট না পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না।
এলাকাবাসী জানান, মাদারগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে দাফন কাজে নিয়োজিত ব্যক্তিরা স্থানীয় ইমামকে নিয়ে তার নিজ বাড়িতে বিকালে জানাজা শেষে তার বাড়িতে দাফন সম্পন্ন করেন। জানাজার সময় তার পরিবারের পক্ষ থেকে ২ জন ব্যক্তি অংশ নেন। তার বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।