দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে ১০জন এবং মৃত্যুবরণ করেছে ১ জন। এ নিয়ে সদর উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ৩০৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১১ জন। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফেরেছে মোট ১০ জন।
সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস থেকে আরো জানান, জেলায় সিটি কর্পোরেশন এর পর দ্বিতীয় করোনাভাইরাসের আক্রান্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা। ৩ মে সকাল আটটা থেকে ৪ মে সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ২ জন মারা গেছে।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগী দাঁড়িয়েছে ১০৫৩ জন এবং মৃত্যবরণ করেছে ৫০ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ১৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।এই পর্যন্ত জেলায় মোট ৩৫২৭ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে নতুন করে করোনাভাইরাসে ১০ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১ জন মারা গেছে।
এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত ৩০৯ জন,মারা গেছে ১১ জন, সুস্থ হয়েছে ১০ জন এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮৩৬টি।এছাড়া কোয়ারেন্টাইনে ছিলো ২২২ জন এর মধ্যে ছাড়া পেয়েছে ২১২ জন এবং বর্তমান কোয়ারেন্টাইনে আছে ১০ জন।