দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের উদ্ভূত সমস্যায় জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তি অর্থায়নে ১৩ নং ওয়ার্ডের কয়েক হাজার কর্মহীন অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ।
বুধবার(৬ মে)দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চাষাড়ার রবিদাস পাড়ায়(মুচিপুট্টি)এর নিন্ম আয়ের ৭০টি পরিবারকে নিজ হাতে উপহার ও এলাকাকে জীবানুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার প্রদান করে যুবলীগ নেতা ফয়েজ।
এর আগেও নিজেরা হেন্ড স্যানিটাইজার বানিয়ে হেন্ড স্যানিটাইজার সহ হেন্ড গ্লাভস,মাস্ক,লিকুইড সাবান ও মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরন করেছে।১৩ নং ওয়ার্ডের কুমুদিনী বাগানের ৩হাজার পরিবার সহ ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ত্রান বিতরন করেছে।বর্তমান এই বিতরন চলমান রয়েছে।
উপহার সামগ্রী বিতরনের পর শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ সংবাদমাধ্যমকে জানান,ভয়ংকর করোনাভাইরাসের কারনে অসহায় হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষগুলো।তাই আমরা গত মাসের ১৪ এপ্রিল থেকে ব্যক্তি উদ্যোগে এই অসহায় মানুষদের ত্রান বিতরন করছি।এর আগে আমরা হেন্ড স্যানিটাইজার,হেন্ড গ্লাভস,মাস্ক,লিকুইড সাবান ও মানুষকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরন করেছি এবং এই গুলো বিতরন চলমান রয়েছে।
আর তার ধারাবাহিকতায় আজ আমরা রবিদাস পাড়ার নিন্ম আয়ের ৭০ টি পরিবাররের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছি।এছাড়াও আমরা প্রতিদিন রাতে মধ্যবিত্ত পরিবার গুলোর ঘরে ঘরে গিয়েও উপহার পৌঁছে দিচ্ছি কারন এই পরিবারগুলো চুক্ষলজ্জার ভয়ে কারো কাছে সাহায্যের চায় না।
তিনি সমাজের সামর্থ্যবানদের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন,এই এলাকার মানুষগুলো শহরের কেন্দ্রবিন্দে থেকেও সঠিকভাবে ত্রান পাচ্ছে না।তাই আমরা এখানে এসেছি আমাদের সামর্থ্য অনুযায়ী পরিবারগুলোকে সাহায্য করতে।হয়তো এটা পর্যাপ্ত নয় তবুও আমরা দিয়ে যাচ্ছি।আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যদি এই ভয়ংকর করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসি তাহলে অনন্ত এই অসহায় মানুশগুলো দুবেলা খেতে পারবে।তাই আপনাদের অনুরোধ করছি যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন।
এসময় উপহার প্রদানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি এ জেড ইসমাইল হোসেন বাবুল,নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সভাপতি ওয়াহিদ সাদত বাবু,রবিদাস পাড়ার পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ন দাস সহ উত্তম সোম,রাজিব ঘোষ,হৃদয়,দীলিপ রবিদাস,বাচ্চু রবিদাস,রানা,রিপন,সোহেল,বিজয়,তপন,সুনীল,স্বপন,জয়,নরেশ প্রমূখ।