দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: করোনার ফলে কর্মহীন ও অসহায় সাধারন মানুষের মাঝে ব্যাপক ত্রান সমাগ্রী বিতরনের পর এবার করোনায় আক্রান্ত থানা পুলিশের সদস্যদের আইসোলেশন এর জন্য নিজের ব্যবহৃত দলীয় কার্যালয় ছেড়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন সুপারম্যান খ্যাত মানবতার ফেরিওয়ালা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মো.মীর সোহেল আলী। শনিবার ( ২রা মে ) মীর সোহেল আলী তার অফিসটি পরিস্কার-পরিচ্ছন্ন করে ফতুল্লা মডেল থানা পুলিশকে বুঝিয়ে দেন।
মীর সোহেল আলী জানান, বৈশি^কভাবে ছড়িয়ে পড়া ( কোভিড-১৯ ) করোনা ভাইরাসে বাংলাদেশেও এর বিস্তার ঘটেছে। সাধারন মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সারা দেশে পুলিশ ও র্যাবের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫ জন পুলিশ সদস্যও মৃত্যুবরন করেছেন।
এছাড়া নারায়ণগঞ্জেও ৮৪জন পুলিশ ও র্যাব সদস্য করোনায় আক্রান্ত। ফতুল্লা মডেল থানা পুলিশ সদস্যরা যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরকে আইসোলেশনে রাখার জন্যই আমি আমার ব্যবহৃত দলীয় কার্যালয়টি ছেড়ে দিয়েছি। তিনি আরও বলেন,সামাজিক দুরত্ব বজায় চলাচল করলে আমরা সবাই এ মহামারী করোনা থেকে অবশ্যই মুক্তি পাবো। দেশের এ ক্রান্তিলগ্নে আইনশৃংখলা বাহিনী ভুমিকা সর্ম্পকে তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের সাধারন জনগনকে সচেতনতা সর্ম্পকে অবগত করে চলেছেন প্রতিনিয়ত। আমাদেরকে সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে গিয়ে তারা মৃত্যুকেও আলিঙ্গন করে নিতে দ্বিধাবোধ করেনি।
একজন নেতা হিসেবে নয় সাধারন মানুষ হিসেবেই আমি পুলিশের প্রতিটি সদস্য’র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি নৈতিক দ্বায়িত্ববোধ থেকেই তাদের সুরক্ষার জন্য আমার দলীয় কার্যালয়টি তাদের সুবিধার্থে ছেড়ে দিয়েছি।
এ দিকে মহামারী করোনায় ইতিমধ্যে মীর সোহেল আলী তার ব্যক্তিগত অর্থ্যায়নে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন ফতুল্লার বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকায় খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া মানুষগুলো কাছে মীর সোহেল আলী এখন কারোর কাছে মানবতার ফেরিওয়ালা আবার কারোর কাছে সুপারম্যান হিসেবে সুপরিচিতি পেয়েছেন। যেখানে খেটে খাওয়া মানুষগুলো ক্ষুধার যন্ত্রনায় কাতর সেখানেই সুপারম্যানের মত খাবার নিয়ে হাজির হয় মীর সোহেল আলীর কর্মীবাহিনী।