দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লায় চিকিৎসার নামে মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে রহিম প্রামানিক ( ৫৮) নামের এক ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রহিম প্রামানিক কাশিপুর এলাকারা শফিউদ্দিন প্রামাণিকের পুত্র। ঘটনাটি ঘটে গত বুধবার রাতে ফতুল্লার কাশিপুরে। এঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে ।
পুলিশ জানিয়েছে, রহিম প্রামানিক দীর্ঘদিন ধরে এলাকায় কবিরাজী চিতিৎসা করেন। মূলত সে একজন ভন্ড কবিরাজ। বুধবার রাত ১০ টায় কাশিপুরের এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে চিকিৎসা করার জন্য তাদের বাড়িতে যায়।
এসময় মেয়েটির পিতার শয়ন কক্ষে কাউকে প্রবেশ করতে না দিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।
বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে ধর্ষক রহিম প্রামানিককে আটক করে পুলিশে সপোর্দ করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী মামলা দায়ের করেছে।