দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার পাগলায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করছে কাদির মিয়া (৬৫) নামক এক মুদী ব্যবসায়ীকে। শনিবার (৯ মে) দিবাগত রাতে পাগলা পশ্চিম রসুলপুর এলাকার বায়তুল আমান জামে মসজিদ গলিতে এ ঘটনা ঘটে
নিহতর ছেলে রাসেল জানায়, রাত ১১ টার দিকে তার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বায়তুল আমান জামে মসজিদের সভাপতি লাল মিয়ার বাসা থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে নিজ বাসায় ফির ছিলো। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইব্রাহিম খান, তার ছেলে রাসেল, ফয়সাল, একই এলাকার মহিদুল, সোহাগ বেপারী, আবুল, মাহফুজ, ফরহাদ, নাইম সহ আরো কয়েকজন তার উপর হামলা চালায়।
এ সময় সে দৌড়ে বাসার সামনে এসে পরে যায়। হামলাকারীরা তার পিছু নিয়ে বাড়ীর সামনে এসে ও তাকে মারধর করে। তার বাবা ডাক-চিৎকার শুনে সে সহ পরিবারের লোকজন তার সাহার্যার্থে এগিয়ে এলে তাদের উপর হামলা করে। এক পর্যায়ে তারা তার বাবাকে নিয়ে বাড়ীর ভিতরে প্রবেশ করে গেইট বন্ধ করে দিলে, হামলাকারীরা তাদের তাদের ব্যাবসায়ীক প্রতিষ্ঠান রাসেল স্টোর নামক দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর সহ লুটপাট করে। সেই সাথে তাদের বাসার গেইটে তালা মেরে দেয়।
এরফলে তার বাবাকে সময় মত চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালেও নিতে পারেননি।
তিনি আরে বলেন সময় মতো হাসপাতালে নেয়া হলে তার বাবাকে আজ মরতে হতোনা। তার বাবার অবস্থার অবনতি হলে এলাকার লোকজন ঢেকে এনে ভোর রাতের দিকে সিএনজি যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীনবস্থায় আজ সকালের দিকে তার বাবা মারা যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানা, লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত স্বাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।