দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্র দলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম সজলের উদ্যোগে ছাত্র দলের ত্যাগী নেতাদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
বুধবার (২০ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাদের মাঝে এ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়।
মহানগর ছাত্র দলের সহ-আইন বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন ভূইয়া, সদস্য রিয়াজুল ইসলাম ইমন, শাহাদাত হোসেন মিরাজ ও মনির হোসেনের তত্ত্বাধায়নে উপহার সামগ্রী নেতাদের বাড়ীতে পৌছে দেয়া হয়।
এ উপহার সামগ্রীর তালিকায় ছিলো, চাউল, মুরগী, ডিম, পিয়াজ, সেমাই, চিনি, দুধ, লবন, নুডুস, তেল, হুইল পাউডার, শসা, লেবু।
এ সময় নেতাদের উদ্দেশে মনিরুল ইসলাম সজল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এ উদ্যোগ গ্রহন করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি অসহায় মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পাশে থাকার।
আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় আপনাদের কিছুটা হলেও দুঃখ লাগব হবে এই আশাই করছি। দেশের এই দুঃসময়ে আমরা যেন আপনাদের পাশে দাড়াতে পারি সেই দোয়া করবেন। সেই সাথে মহামারি করোনাভাইরাস থেকে আপনার পরিবারকে রক্ষার্থে সচেতন হবেন এই আহবান করছি।