দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দেশের উপকুল এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া আম্পান ঘুর্ণিঝড়ের জন্য নদী বেষ্ঠিত চলাঞ্চলের জন্য তিনটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।
তিনি জানান, ঘুর্ণিঝড় আম্পানটি আজ রাতে ও আগামীকাল দিনের বেলা নদীবেষ্টিত চলাঞ্চলগুলো ভয়াবহ তান্ডব চালাতে পারে। সে জন্য বারদী ইউনিয়নের নুনেরটেক, শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ ও মধ্য চরহোগরা এ তিনটি এলাকার জন্য জরুরী ভিত্তিতে তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
সেখানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা খাবারসহ অন্যান্য সুবিধাধি প্রদান করা হবে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় জরুরী ভাবে মাইকিং করা হয়েছে। মাইকিং বলা হয়েছে তান্ডব শুরু হওয়ার লক্ষন দেখা দিলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নুনেরটেক এলাকার জন্য নুনেরটেক হাইস্কুল আশ্রয়কেন্দ্র, চরকিশোরগঞ্জ এলাকার জন্য চর কিশোরগঞ্জ আশ্রয়কেন্দ্র ও মধ্য চরহোগরা এলাকার জন্য মধ্য চর হোগলা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র।
এছাড়া এসময়ের মধ্যে নদীতে মাছ ধরা ও কোন প্রকান নৌযান চলাচল বন্ধ থাকবে।