দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় আরো ১ করোনা রোগী সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা। নতুন করোনা আক্রান্ত রোগী সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের, তার বয়স ৩৫ বছর।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনা রোগীর সংখ্যা ৩৩জন। তবে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৩৫জন। মারা গেছেন ২জন, সুস্থ হয়েছেন ১জন।
উপজেলা উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত উপজেলায় মোট ৩৩জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ মধ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নে ১২জন সুস্থ হয়েছেন ১জন, শম্ভুপুরা ইউনিয়নে ১৩জন, মোগরাপাড়া ইউনিয়নে ৩জন, কাঁচপুর ইউনিয়নে ৩জন ও পৌরসভায় ২জন। এরমধ্যে মোগরাপাড়া ও শম্ভুপুরা ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ২জন।