দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে ১ জন। এ নিয়ে জেলা মোট আক্রান্ত হয়েছে ১৩২৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৫৬ জন। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফেরেছে মোট ১৩৩ জন।
সোমবার (১১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস জানান, জেলায় গত ১০ মে সকাল আটটা থেকে ১১ মে সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৮টি এর মধ্যে ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ১ জন মারা গেছে।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগী দাঁড়িয়েছে ১৩২৮জন এবং মারা গেছে ৫৬ জন।এই পর্যন্ত জেলায় মোট ৪৬৩২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।এ দিকে সুস্থ হয়ে বাড়ি ফেরেছে মোট ১৩৩ জন।
স্থানভেদে জেলায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যা হলো : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর সিটি কর্পোরেশনে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯৯, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪৭৫, বন্দর উপজেলায় ২৯, সোনারগাঁ উপজেলায় ৬০, রুপগঞ্জ উপজেলায় ৩৬ এবং আড়াইহাজার উপজেলায় ৩৫ জন আক্রান্ত।
সুস্থ হয়ে বাড়ী ফেরা ১৩৩ জন রোগীর সংখ্যা অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর সিটি কর্পোরেশন ৮৯, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২৯, বন্দর উপজেলায় ২, সোনারগাঁ উপজেলায় ২ জন, রুপগঞ্জ উপজেলায় ১ জন ও আড়াইহাজার ১০ জন।