দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে এনজিওদের চাপে দিশেহারা হয়ে পড়েছে ঋন গ্রহীতারা
জানা যায়, ব্রাক, আশা, পল্লী মঙ্গল, ডিসকে, গ্রামীন নামক এনজিও প্রতিষ্ঠান গুলো সদস্যদের বিভিন্ন ভয়ভীতি দেখায়ে কিস্তি আদায় করে নিচ্ছে। করোনা ভাইরাসের কারনে মানুষ অর্থ সংকটে আছে তার উপর কিস্তিওয়ালাদের অমানুষিক চাপ।
করোনা ভাইরাসের কারনে মানুষের আয় রোজগার কমে গেলে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে ঋন গ্রহীতাদের। সরকারের নির্দেশ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঋন আদায় করা যাবেনা তা সত্বেও ব্র্যাক,আশা,ডিসকে,গ্রামীন,পল্লী মঙ্গল নামক এনজিও প্রতিষ্ঠান গুলো বক্তাবলীতে ঋন আদায়ে গ্রাহকদের চাপ প্রয়োগ করে ঋন আদায় করছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রহীতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনা ভাইরাসের কারনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে । এর মধ্যে কিস্তির চাপে দিশেহারা হয়ে পড়েছি। স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিস্তি বন্ধ রাখতে তারা জোর দাবী জানান।
ব্র্যাক বক্তাবলী শাখার ম্যানেজার শরিফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের পর হতে আমরা কোন ঋন আদায় করছিনা। গ্রাহকদের ফোনে খোঁজ খবর নিচ্ছি তারা কেমন আছে।অফিস খোলা রেখেছি কারো টাকার প্রয়োজন ব্যাংক ঋন দেয়না আমরা ঋন দিচ্ছি।কেউ যদি ইচ্ছাকৃত ভাবে টাকা জমা দেয় তাহলে নেয়া হয় কাউকে চাপ দেয়া হয়না।