দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লায় রিক্সাচালকের কাছে থেকে চাঁদাবাজির অভিযোগে যুবলীগকর্মী কাজী ওয়াসিম সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) রাত ১০টার সময় যুবলীগকর্মী ওয়াসিম সহ ৫ জনকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, ফতুল্লার খোঁজপাড়া থেকে ভাড়া বাসা ছেড়ে রিক্সাচালক সাইফুল দেশের বাড়ি পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে ট্রাকে করে বাসার আসবাবপত্র নিয়ে যাওয়ার সময় যুবলীগকর্মী ওয়াসিম সহ ৫ জন রিক্সাচালক সাইফুলকে মারধর করে চাঁদাদাবি করে। বেধড়ক মারধর করার পর সাথে থাকা ৪ হাজার টাকা দিতে বাধ্য হয় সাইফুল।
পরবর্তীতে রিক্সাচালক সাইফুল রাস্তায় বসে কান্না করে। এসময় রাস্তা দিয়ে টহল দিচ্ছিলেন ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মোদাচ্ছের হোসেন। তিনি কান্নার কারণ জানতে চাইলে বিস্তারিত খুলে বলেন রিক্সাচালক সাইফুল।
পরবর্তীতে খোঁজপাড়া এলাকা থেকে যুবলীগকর্মী ওয়াসিম সহ ৫ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রিক্সাচালক সাইফুল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই মোদাচ্ছের হোসেন জানান, ৫জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছিল।পরে দুই পক্ষ মিমাংশা করে নিয়েছে। বাদী মামলা করবে না তাই তাদের ছেরে দেওয়া হয়েছে।
সাইফুল জানান, আটকের স্বজনেরা আমাকে আমাকে আকুতি মিনতি করেছে আমি যাতে মামলা না করি।আর আমিতো দেশের বাড়ি চলে যাচ্ছি তাই মামলা করিনি।আমার ৪ হাজার টাকাও ফেরত দিয়েছে।