দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ১৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট ২৯২৩ জন। মৃতের সংখ্যা মোট ৮২ জন।
সোমবার (১ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ।
তিনি আরও জানান, নতুন করে আরও ৪০ জন সুস্থ হয়ে ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরার মোট সংখ্যা ৮০৬ জন। জেলায় মোট আক্রান্তের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ১১৬২ জন । সদর উপজেলায় ৮৭৯ জন আক্রান্ত । এছাড়াও আড়াইহাজার উপজেলায় ২০৯, বন্দর ৮৬, রূপগঞ্জ ৩৬০, সোনারগাঁ উপজেলায় ২২৭ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় খানপুর হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬৫ জনের নমুনা ফালাফল পজেটিভ এসেছে।আর পুরো জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৫৫২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের মোট সংখ্যা ১২ হাজার ৮২১ টি।