দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সোনারগাঁয়ের ১ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১১৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত আরও ৭০ জন নিয়ে করোনা ভাইরাসে জেলায় আক্রান্ত হলেন ৫ হাজার ৯১ জন।
সোমবার (২৯ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬১ জন ও আক্রান্ত ১ হাজার ৭৯২ জন।
অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২২ জন ও আক্রান্ত ১ হাজার ২০০ জন। বন্দর উপজেলার ৫ টি ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ১৭৭ ও মারা গেছেন ৩ জন।
এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৪৭৩ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৪৫০ জন ও মারা গেছেন ১৪ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও ৯৯৯ জন আক্রান্ত।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২৪ হাজার ৭৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩৮ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৭ হাজার ৪১৫, সদর উপজেলায় ৪ হাজার ৮০৫, বন্দরে ১ হাজার ৮৭, আড়াইহাজারে ২ হাজার ২৪৫, সোনারগাঁয়ে ১ হাজার ৮৪৭, রূপগঞ্জে ৭ হাজার ৩৮১ জনের।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ হাজার ৯৬২ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১১০৯ জন, সদর উপজেলার ৮৫৫ জন, রূপগঞ্জের ৩৫৮ জন ও আড়াইহাজারের ৩৩৫ জন, বন্দরের ৮৫ ও সোনারগাঁয়ের ২২০ জন।