দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরী এলাকায় একটি সূতাভর্তি কাভার্ডভ্যানের চাপায় দুই নৈশ প্রহরী নিহত হয়েছে। ভোরে বিসিক এলাকায় ২নং গলির লতিফ নিটিং এর সামনে এ দূঘর্টনায় ঘটে।
নিহতরা হল: আশরাফুল ইসলাম সে নাটোরের তমিজউদ্দিনের ছেলে ও লাল চাঁদ রায় সে লালমনিরহাট জেলার নরেশ চন্দ্র রায়ের ছেলে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, তারা রাতে ডিউটি করে ভোরে রাস্তার পাশে ঘুমিয়ে ছিল। গাজীপুর থেকে আসা একটি সুতাভর্তি কভার্ডভ্যান তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।
তাদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।