দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।
বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি মহান রাব্বুল আলামিনের কাছে প্রাথর্না করেন যেন মাকে জান্নাত নসিব করেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুর রহমানের মা হালিমা বেগম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রহী রেখে জান।