দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও নজরুল সংঙ্গীত শিল্পী মো. মনোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানালেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।
মুক্তিযোদ্ধা মনির হোসেন কিডনি রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মুক্তিযোদ্ধা মনির হোসেন প্রয়াত চিত্র নায়িকা পারভীন সুলতানা দিতির বড় ভাই।
মনোয়ার হোসেন মনির সোনারগাঁ শিল্পকলা একাডেমির সদস্য ছিলেন। তিনি নিয়মিতভাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তে নজরুল সংঙ্গীত গাইতেন ও বিভিন্ন নাটকে পার্শ্ব শিল্পী চরিত্রে অভিনয় করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মনোয়ার হোসেন মনিরের মৃত্যুতে সোনারগাঁ শিল্পকলা একাডেমির সভাপতি ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলামসহ সকল সদস্য, কন্ঠ শিল্পী ও কলা কুশলী এবং মুক্তিযোদ্ধা সংসদ সোনারগাঁ শাখার কমান্ডারসহ সকল সদস্য তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।