দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রূপগঞ্জে প্রস্তুতিকালে গণপিটুনিতে রিপন (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় অপর দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) ভোরে রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এসিএস টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিপন উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো। আটকরা হলেন- বরপা শান্তিনগর এলাকার মো. আলীর ছেলে হৃদয় ও সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার সুলতান মিয়ার ছেলে মোশারফ।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভোররাতে বরপা এলাকায় একদল ডাকাত একটি পিকআপ ভ্যানে করে ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন যানবাহন ও পথচারীদের সর্বস্ব লুটের প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় বিষয়টি টের পেয়ে টহল পুলিশ ও স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া দিয়ে দুই ডাকাতকে আটক করতে পারলেও অপর ডাকাত রিপন জনতার গণপিটুনিতে মারা যান।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের ব্যবহৃত পিকআপ ভ্যান ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।