দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লায় ভাড়াটিয়া কে ধর্ষন করতে ব্যর্থ হয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করার চেস্টার একমাত্র আসামী বাড়িওয়ালার লম্পট পুত্র মিলন (৩৫) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২ টায় ফতুলার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত মিলন ফতুল্লা রেলস্টেশন এলাকার হাজী মান্নানের পুত্র বলে জানা যায়।
ঘটনার বিবরনীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মিজান জানায়, লক্ষিপুর জেলার রামগতি থানার চরকালোকপা গ্রামের আব্দুল খালেকের মেয়ে মামলার বাদী খুশি (১৬) স্ব-পরিবারে ফতুল্লা রেল স্টেশন এলাকার মান্নান হাজীর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।বাড়ীওয়ালার লম্পট পুত্র মিলন তাকে বেশ কিছুদিন যাবৎ কু- প্রস্তাব দিয়ে আসছিলো।
গত কয়েকদিন পূর্বে গভীর রাতে মিলন তার ঘরে প্রবেশ করে তার শ্লীলতাহানির চেস্টা করে।পরবর্তীতে ২১ তারিখ রবিবার দিবাগত রাত তিনটায় গ্রেফতারকৃত মিলন পুনরায় তার ঘরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে ধর্ষনের চেস্টা করলে তার ঘুম ভেঙ্গে যায়। এ সময় বাদী ও তার ভাই মিলনকে জাপটে ধরার চেস্টা করলে মিলন দৌড়ে পালিয়ে যায়। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে সোমবার রাতেই লম্পট মিলনের বিরুদ্বে মামলা (নং-২৮) গ্রহণ করা হয়।
মামলা দায়েরের ১২ ঘন্টা যেতে না যেতেই আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
স্থানীয়বাসী সহ ঐএকই বাড়ীর ভাড়াটিয়ারা জানায় যে,অভিযুক্ত মিলন একজন মাদকাসক্ত।তাদের বাড়ীর বহুজনেরই শ্লীলতাহানির ঘটনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনসপেক্টর (তদন্ত) শাহাদাত হোসেন জানান,বাদীর লিখত অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় সোমবার রাতে মামলা রেকর্ড করা হয়।মামলা দায়েরের ১২ ঘন্টার ও কম সময়ের ব্যবধানে আসামী মিলন কে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।