দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁয়ে ২৫ জনের নমুনা পরিক্ষা করে রবিবার ১০ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৩জন মহিলা।
এ নিয়ে সোনারগাঁয়ে ৩০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০০ জন, মৃত্যু বরণ করেছেন ১৪জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২০১জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা রবিবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১০ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ৭জন ও ৩ জন মহিলা। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২০১জন।
তথ্য অনুযায়ী সোনারগাঁ পৌরসভায় ৩ জন, সনমান্দি ৪ জন, জামপুর ১জন, শম্ভুপুরা ১জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া ১জন, দত্তপাড়া গ্রামে ১জন মহিলা ও সাহাপুর ১জন পুরুষ, জামপুর পাকুন্দা ১জন পুরুষ, সনমান্দি ১জন পুরুষ, নোয়াকান্দা ১জন পুরুষ, দৈলরদী ১জন পুরুষ, বড়ইকান্দি ১জন পুরুষ, শম্ভুপুরা ১জন মহিলা -১৯ এ আক্রান্ত হয়েছে।
সোনারগাঁয়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩০১জন। মৃত্যু বরন করেছেন ১৪ জন, সুস্থ হয়েছেন ১০০জন।
তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১১২০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৩০১ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৪জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ১০০জন সুস্থ হয়েছেন।