দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আরকে সিরামিক কেমিক্যাল বহনকারী লরি দিয়ে ইয়াবা পাচারের সময় ড্রাইভারসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (২৮ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
এর আগে রোববার আড়াইটার দিকে তাদেরকে রূপগঞ্জের কাঞ্চন টোল প্লাজা থেকে ১৬ হাজার ৮শ’ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে মাদক বহনকারী আরকে সিরামিকসের কেমিক্যাল বহনকারী লরি।
গ্রেফতাররা হলেন- নরসিংদীর বেলাবোর রাজারবাগ আমলাবো এলাকার মজিবর রহমানের ছেলে শহিদুল ইসলাম শাহিন, ফেনীর দাগনভূঁইয়ার পূর্ব চন্দ্রপুর ইউপির মো. নুর আলমের ছেলে আমির হোসেন শাহিন ওরফে ড্রাইভার শাহিন ও একই এলাকার আবুল হাসেমের ছেলে সুমন আহমেদ।
পলাতক রয়েছেন শহিদের স্ত্রী মোসা. খালেদা বেগম।আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।