দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ৬ দিন চিকিসাধীন অবস্থায় মৃত্যের সাথে লড়াই করে না ফেরার দেশে চলে গেলো ৩৩ কেভি ভোল্টেজে জলসে যাওয়া অনিক(১৬)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিওতে থাকা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অনিক।
অনিক ফতুল্লার পূর্ব লামালাড়ার মিজানুর রহমানের ছেলে।
গত শুক্রবার ১০ জুলাই নানী বাসায় বেড়াতে গিয়ে বাসার ছাদে উঠে টিকটক করার সময় পাশের বিল্লালের বাসার উপর দিয়ে যাওয়া ৩৩ কেভি ভোল্টেজে সর্ট লেগে ঝলসে যায় অনিক। অনিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসলাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গত ১৩ জুলাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনিকের প্লাস্টিক সার্জারি করা হয়।
ডাক্তারদের মতে অনিকের দেহের ৮৮ ভাগই পুড়ে গেছে। এর আগেও একাধিক বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটে বিল্লালের ছাদে।
নিহত অনিকের পরিবারের দাবী এই দূর্ঘটনা এক প্রকার খুন। এর আগেও ২ জন মারা গেছে বিল্লালের ছাদে বৈদ্যুতিক তারের সর্ট খেয়ে।এখন পর্যন্ত প্রশাসন ও ডিপিডিসি কোন প্রকার ব্যবস্থা নেয় নাই বিল্লালের বিরুদ্ধে। তারা আসে মোটা অংকের টাকা খেয়ে চলে যায়।৩৩ হাজার ভোল্টেজ তার মাত্র ৩ ফুট নিচে বিল্লালের বাসা যা ওই বাসার জন্য হুমকি স্বরপ।