দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ডি আই টি মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল আউয়াল সরকার প্রধানের কাছে দাবী জানিয়ে বলেন স্বাস্থ্যবিধি মেনে কওমী মাদ্রাসার সকল বিভাগ খুলে দেওয়ার জন্য ব্যবস্হা গ্রহন করুন।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ নগরীর প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কতৃক আয়োজিত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন লকডাউন থাকার কারনে শিক্ষার্থীদের পড়াশুনা অনেক পিছিয়ে পড়েছে। তাছাড়া লক্ষ লক্ষ শিক্ষক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। সার্বিক বিষয় বিবেচনা করে মাদ্রাসা গুলো খুলে না দিলে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে ধাবিত হবে।
বিশেষ বক্তা আবদুল কাদির বলেন, গরিবের হক কোরবানির পশুর চামরা নিয়ে গত কয়েক বছর যাবদ সরকারের উদাসীনতা আমাদের মর্মাহত করেছে , কওমী মাদ্রাসার এটি একটি মাধ্যম কে যারা ধংশ্ব করার জন্য গভীর সরযন্ত্রে লিপ্ত তাদের কে দৃয্টান্তমুলক শাস্তি দিয়ে চামড়ার বাজার পূর্বের ন্যায্যমূল্য ফিরিয়ে আনতে সরকারের কাছে জোর দাবী জানান।
এসময় মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্ত্বে আরও বক্তব্য রাখেন মুফতি মাসুম বিল্লাহ, আব্দুর রহমান, মাওলানা ফেরদৌসুর রহমান, ডাঃ মিজানুর রহমান, শেখ হাসান আলী, এম শফিকুল ইসলাম, মাওলানা কাসেমী,প্রমুখ।