দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ করোনায় আক্রান্ত কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান।
শুক্রবার (১৭ জুলাই) বাদ আছর ১৬নং ওয়ার্ডস্থ ১নং বাবুরাইল এলাকায় সাগর প্রধানের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ মিলাদ ও দোয়ায় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সেই সাথে যারা বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আর যারা মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সারা বিশ্ব এখন স্তব্ধ। এই সময় আমাদের সকলকেই সামাজিক দুরুত্ব বজায় রেখে নিজে সচেতন হবো। পাশাপাশি সমাজকেও সচেতন রাখতে সহযোগীতা করবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোঃ তরিকুল ইসলাম পলাশ, সম্রাট হোসেন হাসান সুজন, ফখরুল হাসান, জাকির হোসেন, মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ শাহিন, রিকসন, নয়ন, রোহিত, রিজন প্রমুখ্।