দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় করোনা ভাইরাস নতুন কোন মৃত্যু নেই। আরও আক্রান্ত হয়েছে ২৬ জন । এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত হয়েছে ৫ হাজার ২৯১ জন। এবং মারা গেছেন মোট ১১৫ জন।
রোববার (৫ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এই তথ্য জানায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রেমতে, সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত ১,৮৬৮ জন ও মারা গেছেন ৬১ জন । অন্যদিকে সদর উপজেলায় আক্রান্ত ১,২৪২ জন ও মারা গেছেন ২২ জন । বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৯০ ও মারা গেছেন ৩ জন। রূপগঞ্জে আক্রান্ত হয়েছেন ১,৩৮জন ও মারা গেছেন ১০ জন।
এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৪৯২ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৪৬১ ও মারা গেছেন ১৫ জন।
জেলায় মোট ২৬ হাজার ২৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২২ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৭ হাজার ৯৮৭, সদর উপজেলায় ৪ হাজার ৯৯৮, বন্দরে ১ হাজার ১৭৮, আড়াইহাজারে ২ হাজার ৩৬৩, সোনারগাঁয়ে ১ হাজার ৯০৪, রূপগঞ্জে ৭ হাজার ৮২২ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭৩৭ জন।