দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ইসলামী যুব আন্দোলন না’গঞ্জ মহানগর শাখা বৃক্ষ বিতরণ কর্মসূচীর আয়োজন করেন।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের সামনে এ বৃক্ষ বিতরন কর্মসূচির আয়োজন করেন ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহাঃ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক প্রকৌশলী মুহাঃ ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনে পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরী। আর ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা বৃক্ষের। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়; বরং ধর্মীয় কারণেও মানুষের বৃক্ষরোপণ করা চাই। মহানবী (সা.) পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও তা পরিচর্যার কথা উল্লেখ করে বিভিন্ন হাদিসে উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির ভেতরকার ২৫ শতাংশই বৃক্ষ। বৃক্ষ ছাড়া প্রাকৃতিক পরিবেশের কল্পনা করা অবান্তর। ইসলাম সঙ্গত কারণেই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরিতে উদসাহ ও নির্দেশনা দিয়েছে। তাই ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখাকে অসংক্ষ মোবারকবাদ যে তারা এই সংকটপূর্ণ সময় মানুষের সচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।