দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নিয়মিত কোর্ট চালু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ আইনজীবিরা।
বৃহস্পতিবার (২ জুন) নারায়ণগঞ্জ জেলা কোর্ট প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেন।
এ সময় এড.আব্দুল হামিদ খান ভাষানী বলেন, আমাদের সাধারণ আইনজীবিরা এখনো জানে না ভার্চুয়াল কোর্ট কি এবং ভার্চুয়াল কোর্টে কার্যক্রম চালানোর অনেকের আর্থিক অবস্থাও নেই।
বাংলাদেশের পোষাক কারখানা, মার্কেট, বাজার, যানবাহন সহ সকল সেক্টর খুলে দেওয়া হলেও আমাদের আইনজীবিদের রুজি রুটির পথা বন্ধ করে রেখেছে ভার্চুয়াল কোর্টের নামে।তাই সরকারের কাছে দাবী আমাদের সাধারণ আইনজীবিদের স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারের হলেও আদালত খুলে দেওয়া হোক।
সমাবেশ ও মানববন্ধনটি এড.রফিক আহম্মেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবির সাবেক সিনিয়র সহ সভাপতি এড.আলী আহম্মেদ, সিনিয়র আইনজীবি এড.খোরশেদ আলম মোল্লা, এড.নুরুল হুদা, এড.হাবিব আল মুজাহিদ পলু,
এড.সৈয়দ মশিউর শাহীন, এড.জালাল উদ্দীন আহম্মেদ, এড.রিয়াজুল ইসলাম আজাদ, এড.আবু আল ইউসুফ খান টিপু, এড.মোঃ আওলাদ, এড.শরিফুল ইসলাম শিপলু সহ নারায়গঞ্জ সাধারণ আইনজীবিরা।