দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দেওভোগ নিবাসী বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
রবিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
রাত সাড়ে ১০ টায় দেওভোগ সাকেম আলী জামে মসজিদে জানাযা নামাজ শেষে পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়।
আমিনুর রহমানের মৃত্যুর খবর শুনে তার বাসভবনে ছুটে যান নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী,জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ।
জানাযা নামাজের আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। সরকারের পক্ষে রাত ১০ টায় গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক। তার আগে মরহুমের কফিনে জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,মেয়রের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।