দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপুর ৩৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১১ জুলাই) বাদ মাগরিব চাষাড়া বালুর মাঠস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় ছাত্রসমাজের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় ছাত্রসমাজের নেতৃবন্দদের উদ্দেশে শাহাদাত হোসেন রুপু বলেন, আজকে আপনারা আমাকে যে ভালবাসা দিলেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের ভালবাসা ও সহযোগীতায় জাতীয় ছাত্রসমাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভাবে ভবিষ্যত্বে আপনারা সহযোগীতা করবেন এই আশা করি।
তিনি আরও বলেন, দেশে মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাবের কারনে গোটা জাতি আজ দিশেহারা। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন অতিদ্রুত এই মহামারি থেকে আমাদের সকলকে রক্ষা করেন। সেই সাথে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আপনারা সকলেই সচেতন থাকবেন সমাজকে সচেতন রাখতে সহযোগীতা করবেন। আজকের এই দিনে আপনাদের কাছে আমার এটাই চাওয়া।
এ সময় জাতীয় ছাত্রসমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ বন্দর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।