দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়নগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যারা মৃত্যু বরন করেছেন তারা সকলে দেশ ও জাতির এবং সমাজের কল্যানের জন্য কাজ করেছেন। সামনে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব বিরাজ করবে। বাংলাদেশেও প্রভাব পড়তে পারে।
তিনি বলেন, এই দুঃসময়েও কিছু লোক চুরি করে। করোনার ভূয়া রির্পোট দেয়। বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। যারা করোনায় মৃত্যু বরন করেছেন তাদের সকলের আতœার মাগফেরাত কামনাও করেন।
সাবেক মন্ত্রী মোঃ নাসিম,সাহারা খাতুন, আব্দুল্লাহ আবু তাহের সহ ১৩ জন প্রয়াত আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
রবিবার (১২ জুলাই) দুপুরে নারায়নগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক এর সভাপতিত্বে বস্ত্র বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল,ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ্বী শওকত আলী,সদর উপজেলা চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
পরে ১ হাজার নারী পুরুষের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরন করা হয়।