দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীদের উদ্যোগে সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মধ্যেমে গর্ভবতি মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই)সকালে সোনারগাঁও জি,আর ইন্সটিটিউশনে বাংলাদেশ সেনাবাহিনীর দিক নির্দেশনায় এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় স্থানীয় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা,ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন, কোভিট-১৯ পিসি আর পরীক্ষাসহ প্রয়োজনীয় সহায়ক ও উপহার সামগ্রী বিনামূল্যে প্রদান করেন।
এ উপলক্ষে দুপুরে সোনারগাঁও জি,আর ইন্সটিটিউশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লেঃকর্ণেল ফখরুল আলম,বিএস পি, এমপি এইচ অধিনায়কঃ ১১ ফিল্ড এম্বুলেন্স,মেজর ডাঃ রাজিয়া সুলতানা গাইনোলজিষ্ট, ক্যাপ্টেন ডাঃ আমেনা আক্তার, মেডিক্যাল অফিসার, লেঃ মোঃ আনোয়ার হোসেন, লেঃ কর্ণেল মো আবুল মুত্তাকিম, এস পি পি, পিএস জি জি, মেজর আব্দুল্লাহ আল ফরহাদ, লেঃ রীজভীউল হক রিয়াদ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা প্রমূখ।