দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ করোনা টেষ্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনা এবং সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
মানববন্ধনে এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য খাতের চরম দূর্নীতি ও অনিয়ম কখনোই মেন নেয়া যায় না। করেনার এই দূর্যোগকালিন এই সময়ে সাধারন মানুষ হাসপাতাল গুলোতে প্রকৃত সেবা পাচ্ছে না। করেনা টেষ্টের ফি জনসাধানের মাথার উপর একটি বড় বোঝা হয়ে দাড়িয়েছে।
একদিকে মানুষ অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে আর অন্যদিকে সরকার স্বাস্থ্য খাতকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিনত করেছে। সীমানে নির্বচারে গুলি করে পাখির মতন মানুষকে হত্যা করা হচ্ছে। এসব অনিয়ম দূর্নীতি, আর নিবৃিচারে হত্যা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কখনোই মেনে নিবে না। অভিলম্বে এসব বন্ধ করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি যুবনেতা গিয়াসুদ্দীন মুহাম্মাদ খালিদ, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারী মুহাম্মাদ মোস্তফা তালুকদার, ইশা ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি আহমাদ কবির, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ ইকবাল হুসাইন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীলবৃদ।