দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (১৪ আগষ্ট) বেলা ১০ টায় ২২ ডেক রান্না করা খিচুর এলাকার প্রতিটি ঘরে ঘরে পৌছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি সদর থানা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ, সাধারণ সম্পাদক আল-মামুন, সাংগঠনিক সম্পাদক নাজির ফকির, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ বি এম আজহারুল ইসলাম,
সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সৈকত হোসেন, সহ-সভাপতি আল-আমিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য হারুন সরকার প্রমূখ।
মিলাদ ও দোয়া শেষে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে এলাকার প্রতিটি ঘরে রান্না করা খাবার পৌছে দেন উপস্থিত নেতৃবৃন্দ।