দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ একাধারে রাজনৈতিক, সাংস্কৃতিক, সমাজসেবক ও আইনজীবি ব্যক্তিত্ব সহকারী পাবলিক প্রসেকিউটর এড.মোঃশরীফ হোসেন আজ না ফেরার দেশে চলে গেছেন।
মঙ্গলবার(১১ আগষ্ট)সকাল সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মারা যাবার সময় তার বয়স হয়েছিলো ৪৩ বছর।মহুরমের জানাজা নামাজ বাদ যোহর খানপুর চিলড্রেন পার্ক মাঠে অনুষ্ঠিত হয়।
এড.মোঃশরীফ হোসেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সদস্য,নারায়ণগঞ্জ জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক,মহানগর জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি ছিলেন।
এড.মোঃশরীফ হোসেন নারায়ণগঞ্জের খানপুর এলাকার বাসিন্দা।তিনি ৭ বছর বয়সী এক কন্যা সন্তানের (আমিনা নুর মেহজাবিন)জনক ছিলেন।
গত ১ আগষ্ট ঈদের দিন কুরবানি গরু জবাহ এর শরীর ব্যথা ও জ্বর অনুভব করে এবং ক্রমে তা বাড়তে থাকে।পরপর ২ বার করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ আসে। স্বাস্থ্য অবস্থার অবনতি হয়ে থাকলে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হোন। আজ সকালে সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।