দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ কমিটির সাবেক সভাপতি ফটো সাংবাদিক হজী হাবিবুর রহমান শ্যামলের ‘মা’ হাজী মিনা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।
বুধবার ( ১৯ আগস্ট ) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
শ্যামলের ‘মা’ হাজী মিনা বেগম ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ কমিটির বর্তমান সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী সহ সংগঠনের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান শ্যামল দৈনিক ইনকিলাব পত্রিকার নারায়ণগঞ্জ জেলার ফটো সাংবাদিক। তার মা কাশিপুর বাংলাবাজার মৃত শহিদুল্লাহ’র স্ত্রী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন।
হাবিবুর রহমান শ্যামল জানান, নারায়ণগঞ্জ শহরের একটি ক্লিনিকে মাইল্ড স্ট্রোক করে ১ মাস ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বুধবার ১৯ আগষ্ট দুপুর দেড় টায় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি আরো জানান, আজ বুধবার বাদ মাগরিক বাংলাবাজারস্থ হাজী উজির আলী স্কুল মাঠে মরহুমা’র জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।