দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার একটি অটোরিকশা গ্যারেজ থেকে আব্দুল কাদির (৩৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩আগষ্ট) দুপুর ১২ টায় ফতুল্লার লামাপাড়া এলাকায় এসআই পোদ্দার নুর মোহাম্মদের অটোরিকশা গ্যারেজ হতে লাশটি উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের হাসপাতালের মর্গে প্রেরন করেন।
নিহত আব্দুল কাদির স্থানীয় এলাকার জাহাঙ্গীর মিয়ার বাড়িতে ভাড়া থেকে গ্যারেজে ম্যানেজারের দায়িত্ব পালন করছিল। সে লামাপাড়া এলাকার কুদ্দুসের পুত্র। তার স্ত্রী ও মরিয়ম (৭) নামে তার এক কন্যা সন্তান রয়েছে।
গ্যারেজ মালিক ও এলাকাবাসী জানান, গত ৩ মাস পূর্বে গ্যারেজে রাতে ম্যানেজারের কাজ নেয় কাদির। প্রতিদিন রাতে অত্র গ্যারেজে ঘুমাতো সে। রাতের যে কোন সময় ষ্ট্রোক করে মারা গেছে। সকালে মালিক এসে কাদিরকে ডাকাডাকি করে ঘুম থেকে না উঠায় ভিতরে প্রবেশ করে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন ঘটনাস্থলে পৌছে লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন।