দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীর জমি দখলের অপপ্রয়াস ও তার সহোদর বাবুল চ্যাটার্জিকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার (১৪আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
প্রধান অতিথি শিপন সরকার শিখন তার বক্তব্যে বলেন, দেশে চলমান (কোভিড-১৯) করোনা ভাইরাস চলাকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীর জমি দখলের অপপ্রয়াস ও তার সহোদর বাবুল চ্যাটার্জিকে হত্যা প্রচেষ্টা গোটা নারায়ণগঞ্জে নিন্দার ঝড় বইছে। এই জেলায় সকল ধর্মের লোকেরা আমরা একে অপরের ভাই। তাহলে কেন জমি দখলের এই অপচেষ্টা, কেন তার ভাইকে হত্যার এই প্রচেষ্টা? আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আমরা দেশের উন্নয়নে সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।
অনুষ্ঠানে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদিপ দাসের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগরের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস,
সিদ্ধিরগঞ্জ এর সভাপতি শিশির ঘোষ অমর, সাধারন সম্পাদক খোকন বর্মন, বন্দরের সভাপতি শংকর দাস, বন্দর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুজন দাস, রিপন ভাওয়াল, কৃষ্ণ আচার্য্য, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন দাস সহ প্রমুখ।