দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং না.গঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের মহাবীর, বহুদলীয় গণতন্ত্রের অজেয় সৈনিক, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অমরসৃষ্টি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের মমতা ও ভালোবাসায় বেড়ে ওঠা- এ দেশের সর্ববহৎ ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সংগ্রাম সাফল্য আর কিংবদন্তিতে ভাস্বর বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ শুভক্ষণে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করা প্রত্যেককে ফুলেল অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি আরোও বলেন, ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এইদিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসীদের নিয়ে এই দল প্রতিষ্ঠা করেন।