দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মহামারী (কোবিড-১৯) করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশনা অনুযায়ী দেশের সকলকে বাধ্যতামূলকভাবে মাক্স পরিধান করতে হবে। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
রবিবার (৩০ আগষ্ট) সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যারা মাক্স পরিধান করেননি তাদেরকে শাস্তিস্বরূপ একশত টাকা জরিমানা করা হয়।
এ সময় জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা। তিনি বলেন, চলমান মহামারী করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মাক্স পরিধান করার উপরে যে নির্দেশনা প্রদান করা হয়েছে তা আমরা সকলের মাঝে অবহিত করার জন্য আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের অভিযান চলবে এবং যারা মাক্স ব্যবহার করবেন না তাদেরকে শাস্তিস্বরূপ এ জরিমানা করা হবে।