দ্যা বাংলা এক্সেপ্রস ডটকমঃ রুপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় সুতার মেইলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন আহত সহ কমপক্ষে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক পক্ষ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা এ ঘটনা ঘটে।
এ বিষয় কারখানার শ্রমিকরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই আজাহার ও ফেরদৌসের মালিকানাধীন সুমাইয়া রোটর মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার ভিতরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিস ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে ১টি রোটার মেশিন, ৩ টি কাটিং মেশিন, ১টি ডরিং মেশিন, ১ টি কিপ স্লিপার মেশিন, বিপুল পরিমান তুলা তৈরি সুতাসহ কমপক্ষে ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। এ সময় এসহাক নামে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।