দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রুপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী লিমন মিয়া (২৫) নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে সড়ক ২ ঘন্টা অবরোধ করে।
এ সময় উত্তেজিত জনতা বেশ কিছু গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের কালনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষার্থী কালনী এলাকার বাবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে লিমন তার মোটর সাইকেলে কাঞ্চন বাজার থেকে নিজ বাড়ি কালনী এলাকায় ফিরছিলো। মোটর সাইকেল কালনী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী ক্যাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো-ল-৩৯-৪৫৮১) ধাক্কা দেয়। ঘটনাস্থলে লিমন মারা যায়।
খবর পেয়ে স্বজন ও স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলো। গাড়িতে ঢিল ছুড়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।